,

ক্রিকেট বিশ্বকাপে ১১তম আসরে শীর্ষে তিন ব্যাটম্যান

সময় ডেস্ক ॥ শেষ হয়ে গেল বিশ্বকাপের ১১তম আসর। বিশ্বকাপ শেষে ব্যাটসম্যানদের তালিকায় র‌্যাংকিংয়ে শীর্ষ তিনটি স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স, শ্রীলংকার কুমার সাঙ্গাকারা ও আফ্রিকার আরেক খেলোয়াড় হাশিম আমলা। বিশ্বকাপের আগে শীর্ষেই ছিলেন ডি ভিলিয়ার্স। দ্বিতীয়স্থানে ছিলেন ডি ভিলিয়ার্সের স্বদেশী আমলা। তবে বিশ্বকাপ শেষে ডি ভিলিয়ার্স শীর্ষস্থান ধরে রাখতে পারলেও, দ্বিতীয়স্থান হারিয়েছেন আমলা। নেমে গেছেন তৃতীয়স্থানে। ফলে দ্বিতীয়স্থানে উঠে এসেছেন লংকান ব্যাটসম্যান সাঙ্গাকারা। বিশ্বকাপের আগে তিনে ছিলেন ভারতের বিরাট কোহলি। কিন্তু টুর্নামেন্টে ভালো পারফরমেন্স করতে না পারায় বিশ্বকাপ শেষে চতুর্থস্থানে নেমে যেতে হলো কোহলিকে। টুর্নামেন্টে ব্যাট হাতে দারুণ পারফরমেন্স করেছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। ফলে ক্যারিয়ারে প্রথমবারের জায়গা পেয়েছেন শীর্ষ দশে। বিশ্বকাপের আগে তার অবস্থান ছিলো ১৭ নম্বরে। বর্তমানে ম্যাক্সওয়েল রয়েছেন নবম স্থানে। র‌্যাংকিংয়ে উন্নতি ঘটেছে বাংলাদেশ খেলোয়াড়দেরও। বিশ্বকাপের আগে যৌথভাবে ৩৪তম স্থানে ছিলেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। ৬১৯ রেটিং নিয়ে মুশফিকুর উঠে এসেছেন ৩০ নম্বরে। তবে অবনতি হয়েছে সাকিবের। ৫৮৯ রেটিং নিয়ে ৩৬ নম্বরে নেমে গেছেন। র‌্যাংকিংয়ে উন্নতি ঘটেছে বিশ্বকাপে বাংলাদেশের সেরা পারফরর্মার মাহমুদুল্লাহ রিয়াদেরও। বিশ্বকাপের আগে ৬২তম স্থানে থাকা রিয়াদ বর্তমানে রয়েছেন ৪৫তম স্থানে। তার রেটিং ৫৬৪। শীর্ষ দশ ব্যাটসম্যান *১.এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা) ৯০২ *২. কুমার সাঙ্গাকারা (শ্রীলংকা) ৮৬০ *৩. হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা) ৮২৮ *৪. বিরাট কোহলি (ভারত) ৮২২ *৫. তিলকারতেœ দিলশান (শ্রীলংকা) ৭৯৩ *৬. শিখর ধাওয়ান (ভারত) ৭৫৬ *৭. কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড) ৭৩৩ *৮. মহেন্দ্র সিং ধোনি (ভারত) ৭৩১ *৯. গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া) ৭২০ *১০. জর্জ বেইলি (অস্ট্রেলিয়া) ৬৯৭।


     এই বিভাগের আরো খবর