,

নবীগঞ্জ চাঞ্চল্যকর গোপেন্দ্র সরকার হত্যা মামলার পলাতক আসামী বিএনপি নেতা লিটন মিয়া গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে চাঞ্চল্যকর গোপেন্দ্র সরকার হত্যা মামলার পলাতক আসামী বিএনপি নেতা মোঃ লিটন মিয়াকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকালে ডিবি পুলিশের একটি দল নবীগঞ্জ শহরের বিএনপি’র কার্যালয়ের সামন থেকে তাকে গ্রেফতার করে। রাত ৯ টার দিকে তাকে নবীগঞ্জ থানা পুলিশে হস্তান্তর করা হয়। উল্লেখ্য, ২০১৪ সালের ১৩ অক্টোবর নবীগঞ্জ উপজেলার বানীপাতা গ্রামের গোপেন্দ্র সরকার খুন হন। এঘটনায় গোপেন্দ্র সরকারের স্ত্রী শেফালী রানী সরকার কাপ্তান মিয়াকে প্রধান আসামী করে ৩৮ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এব্যাপারে নবীগঞ্জ থানার ওসি লিয়াকত আলী’র সাথে যোগাযোগ করে তিনি জানান, মোঃ লিটন মিয়া গোপেন্দ্র সরকার হত্যা মামলার পলাতক আসামী। ইতিমধ্যে গোপেন্দ্র সরকার হত্যা মামলার ৭ জন আসামীকে গ্রেফতার করা হলেও মোঃ লিটন মিয়া পুলিশের চোঁখ ফাকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলো। গ্রেফতারকৃত মোঃ লিটন মিয়া নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দৌলতপুর গ্রামের আব্দুল কদ্দুছের পুত্র।


     এই বিভাগের আরো খবর