স্টাফ রিপোর্টার ॥ শায়েস্থাগঞ্জ রেল স্টেশনের অদূরে ট্রেনের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে শায়েস্থাগঞ্জ রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে। পুলিশ সুত্রে জানা যায়, ফেনী জেলার লেমুয়া গ্রামের মৃত বজলু রহমানের পুত্র মোঃ ওয়াজিদ উল্লা সিলেট যাবার জন্য রওনা দেয়। ভুলক্রমে সিলেট না গিয়ে নোয়াপাড়া স্টেশনে নেমে পড়ে। সেখান থেকে সিএনজি যোগে শায়েস্থাগঞ্জ এসে রেল স্টেশনে রেল লাইন পারাপারের সময় চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।