,

দ্রুততম ভবন!

সময় ডেস্ক ॥ দ্রুততম মানব, দ্রুততম সেঞ্চুরি কিংবা দ্রুততম ট্রেন এই শব্দগুলো খুব একটা অজানা নয় আমাদের মাঝে। পৃথিবীর একপ্রান্ত থেকে অন্য প্রান্তে কোথাও না কোথাও, কেউ না কেউ, কোনো না কোনো রেকর্ড গড়ছে। তবে চীনারা একেবারেই নতুন এবং বিকল্পধর্মী রেকর্ড় বানিয়ে পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে মাত্র ঊনিশ দিনে সাতান্ন তলা একটি আকাশচুম্বি ভবন নির্মাণ করে। মাত্র ১৯ দিনে ৫৭ তলা একটি ভবন তৈরি করেছে চীনারা। শুনতে আবাক হলেও সত্য এবং তা বাস্তবে প্রমাণ করে দেখলেন চীনা একটি নির্মাতা প্রতিষ্ঠান বিএসবি নামক কোম্পানি। পুরো ভবনটি নির্মাণ করতে সময় লেগেছে ১৯ দিন। তবে একটানা ১৯ দিন নয়, মোট ১৯টি কার্যদিবস। গেল বছরের শেষ নাগাদ সম্পন্ন হয় ভবনটির ২০ তলার নির্মাণ কাজ। আর চলতি বছরের ৩১ জানুয়ারি থেকে ১৭ ফেব্র“য়ারি পর্যন্ত নির্মিত হয় বাকি ৩৭ তলা। ভবনটি নির্মাতা প্রতিষ্ঠানটি জানায় একদিনে তিনটি ফ্লোরের কাজ হয়েছে। মডুলার পদ্ধতিতে তৈরি ‘মিনি স্কাই সিটি‘ নামক এই ভবনটিতে ইটের পরিবর্তে ব্লক অ্যাসেম্বিলি ব্যবহার করা হয়েছে। যার প্রতিটি কক্ষ আয়তাকার। বৈচিত্র একটু কম হলেও নিরাপত্তায় ভবনটি শতভাগ আস্থাশীল। তবে ‘মিনি স্কাই সিটি‘ দুর্ঘটনা, ভূমিকম্পসহ নানান কৃত্রিম এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অধিকমাত্রায় সহনশীল। এতে রয়েছে পর্যাপ্ত আলো বাতাসের সুপরিকল্পিত ব্যবস্থা। চার হাজার মানুষের একসাথে কাজ করা এই ভবনটিকে অ্যাপার্টমেন্ট রয়েছে মোট আটশো এবং এখানে প্রায় ছয় লক্ষ সাত হাজার বৃক্ষ রোপনের ব্যবস্থাও রয়েছে।


     এই বিভাগের আরো খবর