স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে দীর্ঘদিন পর গতকাল শনিবার অনুষ্ঠিত হলো ডাক কর্মচারী ইউনিয়ন এর জমজমাট আয়োজন অভিষেক ও কর্মচারী সমাবেশ। তৃণমুলের কর্মী থেকে শুরু করে কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে ডাক কর্মচারীদের আশার বাণী শুনালেন হবিগঞ্জের মাটি ও মানুষের কন্ঠস্বর সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। প্রধান অতিথির বক্তব্যে তিনি বললেন, ডাক বিভাগের প্রতিটি কর্মীর শ্রম, ঘাম আর ঐকান্তিক পরিশ্রমে তিলে তিলে ডাক বিভাগ হয়ে উঠেছে দেশের জনগণের উন্নত সেবা প্রাপ্তির অন্যতম প্রতিষ্ঠান। কোন ষড়যন্ত্র আর কুচক্রিদের জন্য এই প্রতিষ্ঠান তার অতীত গৌরব হারাতে পারে না। তবে তিনি ডাক বিভাগের কর্মকর্তা কর্মচারীদের মনে করিয়ে দেন বেসরকারী প্রতিষ্ঠানের সাথে পাল্লা দিয়ে তাদেরকেও জনগণের কাঙ্খিত সেবা নিশ্চিত করতে হবে। নইলে এক সময় তাদেরও রুটি রোজগারের পথ বন্ধ হতে পারে। দ্রুততম সময়ে সেবার মান উন্নয়নের মাধ্যমে ডাক বিভাগের কর্মীদের প্রমাণ করতে হবে বেসরকারী প্রতিষ্ঠান যেভাবে এগিয়ে যাচ্ছে, সরকারী ও বুনিয়াদী প্রতিষ্ঠান হিসেবে ডাক বিভাগও পিছিয়ে নেই। সকাল ১১ টায় হবিগঞ্জ প্রধান ডাকঘরের নব নির্মিত ভবনে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমজাদ আলী খান। তিনি ১০ হাজার ডাক কর্মচারীর চাকুরী জাতীয় করণের জন্য বর্তমান সরকারের প্রধানমন্ত্রী সহ সরকারকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ৪২ হাজার কর্মচারীর মধ্য থেকে ২২ হাজার কর্মচারীর চাকুরী স্থায়ী হয়েছে। বাকীদের জন্যও সরকারের কাছে দাবি জানানো হচ্ছে। কর্মচারীদের দাবির প্রেক্ষিতে হবিগঞ্জ প্রধান ডাকঘরকে এ গ্রেডে উন্নীত করণের দাবি জানালে প্রধান অতিথি আবু জাহির বলেন, হবিগঞ্জবাসীর প্রাণের দাবি তথা ডাক বিভাগের দাবি বাস্তবায়নের জন্য আমি সর্বাত্মক চেষ্ঠা চালিয়ে যাব। বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন হবিগঞ্জ-মৌলভীবাজার জেলা শাখা রেজি ঃ নং-বি-২১২৯ (জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভূক্ত) আয়োজিত অনুষ্ঠানে প্রথমে নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের হাতে রজনীগন্ধা ও গোলাপ তুলে দেন প্রধান অতিথি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ সভাপতি মোহাম্মদ আরব আলী, সহকারী পোস্ট মাস্টার জেনারেল মুহাম্মদ আবদুল্লাহ, পৌর আওয়ামী লীগ সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু। অন্যান্যের মাঝে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুকুল আচার্যী, দপ্তর সম্পাদক মোঃ আলমগীর খান, বিদ্যুৎ শ্রমিক লীগের সভাপতি মহিবুর রহমান চৌধুরী, মহিলা শ্রমিক লীগের সভানেত্রী রেবা চৌধুরী, বিকেবি কর্মচারী ইউনয়নের আহবায়ক শাহ জয়নাল আবেদীন রাসেল বক্তব্য দেন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন, চট্রগ্রাম সার্কেল মোঃ আবু তাহের, সার্কেল সম্পাদক দুলন রঞ্জন দেব, সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম খাদেম। সভাপতিত্ব করেন হবিগঞ্জ-মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ ফজলুর রহমান, অনুষ্ঠান পরিচালনা করেন সম্পাদক ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম। বিপুল সংখ্যক ডাক কর্মচারী সমাবেশে অংশ গ্রহন করেন।