স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলায় বজ্রপাতে ধন মিয়া (৫৪) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৮ টার দিকে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমেত (প্রকাশিত লামনির পাড়) গ্রামের নিকটস্থ আগনার হাওরে এ ঘটনা ঘটে। নিহত ধন মিয়া ওই গ্রামের মৃত জাফর উল্লার পুত্র। স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে কৃষক ধন মিয়া আগনার হাওরে ধান কাটতে যান। এ সময় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।