উত্তম কুমার পাল হিমেল ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে গত মঙ্গলবার দুপুরে ২০১৫-২০১৬ইং অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্টিত হয়। বাজেট অনুষ্টানে ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ারুর রহমান ৯৪ লাখ ২ হাজার ৬শত ৮৭ টাকার বাজেট ঘোষনা করেন। পরে ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ারুর রহমানের সভাপতিত্বে এবং ইউপি সচিব প্রীতেশ রঞ্জন চৌধুরীর পরিচালনায় এতে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. মোঃ আলমগীর চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ আবু সিদ্দিক, কৃষকলীগের সভাপতি এড. শাহনুর আলম ছানু, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দিপ্তেন্দু দাশ গুপ্ত বিধু, ইউনিয়ন বিএনপির সভাপতি কাওছার আহমদ, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক মুহিবুর রহমান চৌধুরী, যুবলীগ নেতা সোহাগ আহমদ, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভপতি আব্দুল মুহিত দুলু ,ইউনিয়ন যুবদলের সভাপতি আল হেলাল আহমেদ, যুবলীগ নেতা আব্দুল হক লিটন, সেচ্ছাসেবক দল নেতা ইছমত আহমদ, বিশিষ্ট মুরব্বী আব্দুল বারিক, মোঃ হারুন মিয়া, হাজ্বী ছাবু মিয়া, কাজ্বী আব্দুল আলিম, ইউপি প্যানেল চেয়ারম্যান ১ শেখ সাদিকুর রহমান শিশু, প্যানেল চেয়ারম্যান ২ ফিরোজ মিয়া,প্যানেল চেয়ারম্যান ৩ নুরুন্নাহার, ইউপি সদস্য (অব: আরর্মি) মোঃ আব্দুল মান্নান, মতিউর রহমান, শেখ তোফায়েল আহমদ, মোঃ লোকমান উদ্দিন, সাইফুর রহমান, আব্দুস ছোবহান, মরিয়ম বেগম, নাছিমা বেগম প্রমূখ। অনুষ্টানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মুহিবুর রহমান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী বলেন, জনগনের নিকট স্বচ্ছতা ও জবাব দিহিতার লক্ষ্যেই উন্মুক্ত বাজেট পেশ করা হয়। আর এ লক্ষ্যে ঘোষিত বাজেট যাতে বাউসা ইউনিয়নে সঠিকভাবে বাস্তবায়িত হয় সেজন্য তিনি পরিষদের সকলের প্রতি আহবান জানান।
Leave a Reply