,

হবিগঞ্জ লাখাই সড়কে সিএনজি ও টেম্পু দুর্ঘটনায় আহত ৮ ॥

মাহফুজ নয়ন ॥ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি এবং টেম্পুর দুর্ঘটনায় আহত ৮ জন। গতকাল রবিবার সন্ধায় এ ঘটনাটি ঘটে। হাসপাতাল ও আহত সূত্রে জানা যায়. গতকাল রবিবার সন্ধায় লাখাই থেকে হবিগঞ্জে আসার সময় সিএনজি টি বেপরোয়া গতিতে চালালে হবিগঞ্জ থেকে লাখাই যাওয়ার সময় ধল নামক স্থানে পৌছলে এ ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে পারবতি দেব (৩৮), সমীর শীল (৪৫), মো: শেবুল মিয়া (৩০), বিজয় দেব (৫২) হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কর্মরত চিকিৎসক জানান, আহতদের মধ্যে মোঃ শেবুল মিয়ার অবস্থা আশংকাজনক বলে জানান।


     এই বিভাগের আরো খবর