সময় ডেস্ক ॥ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডে জিতে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত করল বাংলাদেশ। গতকাল রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রোটিয়াদের ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার গৌরব অর্জন করে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে অন্তত একটি ম্যাচ জিতলেই বাংলাদেশের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত হবে। এমন সমীকরণ নিয়েই সিরিজ শুরু করেছিলো বাংলাদেশ। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৮ উইকেটে হারের পর কিছুটা শঙ্কা জাগলেও দ্বিতীয় ম্যাচে এসে সব শঙ্কা উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করলো টাইগাররা। নিয়মানুযায়ী ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দলই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারে। বর্তমানে ৯২ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে বাংলাদেশ। এই ম্যাচ জেতায় চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সাতেই থাকবে তারা। ফলে শীর্ষ আটে থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে মাশরাফি বাহিনী। এদিকে, বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত হওয়ায় বাদ পড়তে হবে পাকিস্থান ও ওয়েস্ট ইন্ডিজের যেকোনো এক দলকে। ৮৯ রেটিং পয়েন্ট নিয়ে আটে আছে পাকিস্থান। আর এক পয়েন্ট কম নিয়ে ঠিক তার পেছনেই আছে ওয়েস্ট ইন্ডিজ।