,

চুনারুঘাট পৌরসভার পানি নিষ্কাশন বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষের লোকেরা

চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট পৌর সভার বড়াইল গ্রামের পানি নিষ্কাশন বন্ধ করে দিয়েছে প্রতিপরে লোক জন । ফলে উত্তর বড়াইল গ্রামের হাজী ইদ্ররিছ আলী (আঙ্গুর)ও হাজী আইয়ুব আলী‘র বাড়ীসহ অনেকরই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে । গতকাল সরে জমিনে গিয়ে দেখা যায়, উত্তর বড়াইল গ্রামের আকছির মিয়া ও চান মিয়াগংরা দীর্ঘদিনের পুরাতন পানি নিষ্কাশনের নালাটি মাঠি ভরাট করে দিয়েছে। মাঠি ভরাট করায় ওই বর্ষা মৌসুমে এলাকার বসত বাড়ীসহ ধানী জমির পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে ময়লা আবর্জনা সৃষ্টি স্তুপ। রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে মানুষ চলা চলে চরম দুর্ভোগ ফুহাতে হচ্ছে। পানি নিষ্কাশনের সু-ব্যবস্থা করার জন্য পৌর কর্তৃপরে দৃষ্টি কামনা করছেন উত্তর বড়াইলের জলা বদ্ধ জনসাধরণ । এ ব্যাপারে হাজী আইয়ুব আলী জানান, উক্ত বিষয়ে পৌর মেয়র মোঃ নাজিম উদ্দিন সামছুকে জানিয়েছেন। তিনি ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দেন।


     এই বিভাগের আরো খবর