,

কুয়েত যাওয়া হলো না সাগর দাসের অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব লুট

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের রামকৃষ্ণ এলাকার বাসিন্দা সাগর দাস (২০) কুয়েত যাবার পথে অজ্ঞান পার্টি আচার খাইয়ে সর্বস্ব লুটে নিয়েছে। গুরুতর আহত অবস্থায় বিবাড়িয়া সদর আধুনিক হাসপাতাল থেকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, ওই এলাকার বাসিন্দা হরিপদ দাসের পুত্র সাগর দাস গতকাল সোমবার সকালে কুয়েত যাবার জন্য বাসা থেকে ঢাকার উদ্দেশ্যে বের হয়। নতুন ব্রীজ এলাকা থেকে বাসে উঠে ঢাকায় যাবার পথে বিশ্বরোড এলাকায় অজ্ঞান পার্টির সদ্যরা তাকে আচার খাইয়ে সর্বস্ব লুটে নেয়। স্থানীয় লোকজন তাকে প্রথমে বিবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করে। পরে জ্ঞান ফিরলে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।


     এই বিভাগের আরো খবর