স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন- বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। এ সরকার কৃষক, মৎস্যজীবীসহ সর্বস্তরের জনসাধারণের ভাগ্যের উন্নয়নে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সারাদেশে মাছের চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছে। এমনকি বাংলাদেশের মাছ এখন বিদেশেও সন্তোষজনক হারে রপ্তানি করা হচ্ছে। সারাদেশে একযোগে পোনা মাছ শিকার বন্ধ করতে অভিযান পরিচালনা করা হয়েছে। সাথে সাথে অবমুক্ত করা হয় প্রচুর পরিমাণ পোনা মাছ। দেশের প্রতিটি উপজেলার মৎস্যজীবদেরকে সরকারের পক্ষ থেকে দেওয়া হয় ভাতা। এতে করে মৎস্যজীবীরা তাদের কাজে আরও উৎসাহী হয়ে উঠেছেন। মৎস্য শিল্পের আরও উন্নয়ন করতে ভবিষ্যতেও কাজ করে যাবে আওয়ামী লীগ সরকার। গতকাল হবিগঞ্জ সদর উপজেলার কাকনী, বড় কাকনী উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করার সময় তিনি এ কথা বলেন। মাছ অবমুক্ত করার সময় জেলা মৎস্য কর্মকর্তা আশরাফ উদ্দিন আহমদ, স্থানীয় নেতৃবৃন্দ এবং পোনা মাছ অবমুক্তকরণ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় দেশীয় প্রজাতির রুই, কাতলা, মৃগেল, ঘনিয়া, কালবাউসসহ বিভিন্ন জাতের ২ হাজার কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।