,

বিটিসিএল এর কৈলাশগঞ্জ এক্সচেঞ্জ এর প্রতারণা

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের কৈলাশগঞ্জ বাজার সহ নয়মৌজা এলাকায় বিটিসিএল এর ১০০লাইন বিশিষ্ট এক্সচেঞ্জ গত বছর উদ্বোধন করা হয়। এতে নয়মৌজাবাসী অধির আগ্রহ হয়ে ৬/৭ হাজার টাকা দিয়ে প্রায় অর্থ শতাধিক লোকজন বিটিসিএল এর সংযোগ নেন। সংযোগ নেয়ার পর থেকেই সংযোগে নানা জটিলতা দেখা দেয়। এতে হতাশায় পড়েন গ্রাহকরা। প্রায় বছর খানেক অতিবাহিত সময় হলেও ভূক্তভোগীরা হবিগঞ্জ বিটিসিএল এর উর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করে উপরোক্ত বিষয় সর্ম্পকে জানালে শান্তনার বাণী দিয়ে তারা বলেন আজ না হয় কাল ঢাকা থেকে ইঞ্জিনিয়ার এসে আপনাদের লাইন সংযোগ করে দিবে। কিন্তু আজ কাল কতই না গত হলো কাজের কাজ কিছুই হয়নি। এতে চরম হতাশাগস্থ হয়ে পরেছেন ওই এলাকার গ্রাহকরা। তাহিরপুর মাদ্রাসা বাজার ব্যবসায়ী ও বিটিসিএল এর গ্রাহক মাসুক মিয়া, কৈলাশগঞ্জ বাজার ব্যবসায়ী নুর, ঘোলডুবা গ্রামের জমিস উদ্দিন, তাহিরপুর গ্রামের ইকবাল হোসেন, জাদার হোসেন ও আদিল আহমদ এ প্রতিনিধিকে জানান, ঘোলডুবা, তাহিরপুর, কাদমা, রাইয়াপুর, বোরহানপুর, কৈলাশগঞ্জ বাজার প্রবাসী এলাকা হওয়ায় অতি আগ্রহ হয়ে আমরা বিটিসিএল এর সংযোগ নিয়েছি। কিন্তু দুঃখের বিষয় হলো কর্মকর্তাদের প্রতারণায় আমরা প্রতারিত। এব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন ওই এলাকা ভুক্তভোগী লোকজন। এ ব্যাপারে হবিগঞ্জ বিটিসিএল এর কর্তকর্তা নিরঞ্জন নাথ এর সাথে মোবাইল ফোন (০১৫৫৮ ৪০৪১৬১) নাম্বারে যোগাযোগ করা হলে তিনি বলেন, কয়েক দিনের মধ্যেই জটিলতা নিরসন করা হবে।


     এই বিভাগের আরো খবর