,

৪০তম মৃত্যুবার্ষিকীতে জেনারেল এম এ রব গবেষণা পরিষদের আলোচনা সভা

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জের কৃতি সন্তান মহান মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক জেনারেল এম এ রব (বীর উত্তম) এর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধি জিয়ারত, পুষ্পার্ঘ্য অর্পণ, কুরআন খানি, শোক র‌্যালি, মিলাদ মাহফিল ও আলোচনা সভা করেছে ‘জেনারেল এম এ রব গবেষণা পরিষদ-হবিগঞ্জ’। গতকাল শনিবার দিনব্যাপী এসব কর্মসূচী পালন করা হয়। এ উপলক্ষে ‘মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক মরহুম মেজর জেনারেল এম এ রব বীর উত্তম স্মৃতি গ্রন্থাগার ও যাদুঘর’-এ বিকেলে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সাবেক সভাপতি এডভোকেট এস এম ইলিয়াছ। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মাওলানা কেএমএ ওয়াহাব নাঈমীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, সিনিয়র আইনজীবী এডভোকেট মোহাম্মদ আলাউদ্দিন তালুকদার, সংগঠনের সহ-সভাপতি সৈয়দ মোজাফফর ইমাম সাজ্জাদ, যুগ্ম সাধারণ সম্পাদক কবি এম এ ওয়াহিদ, সহ-সাধারণ সম্পাদক দিদার এলাহী সাজু, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম আবদাল, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ আবুল আজাদ, প্রশিক্ষণ সম্পাদক মাস্টার এম এ ওয়াহিদ, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আরব আলী খা, মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, মাওলানা এ বি এম আল আমীন চৌধুরী, সুজন মাহমুদ, আতিকুর রহমান, ডাঃ মিজানুর রহমান, ফয়সল আহমদ, আব্দুল্লাহ আস সাকিব, সাদির মিয়া প্রমুখ। পরে মরহুমের আত্মার শান্তি কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এর পূর্বে সকালে শহরের উমেদনগরস্থ মরহুমের সমাধি জিয়ারত, পুষ্পার্ঘ্য অর্পণ, কোরআনখানি ও শোক র‌্যালি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা জেনারেল এম এ রবের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।


     এই বিভাগের আরো খবর