,

হবিগঞ্জে জাঁকজমকপূর্ণ ভাবে উদহবিগঞ্জে জাঁকজমকপূর্ণ ভাবে উদযাপিত হল ॥বৈশাখী টিভি’র ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী

স্টাফ রিপোর্টার ॥ ‘সৃষ্টি সুখের উল্লাসে এগিয়ে চলার ১০ বছর’ শ্লোগানকে প্রতিপাদ্য করে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভি তার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে। এরই অংশ হিসেবে গতকাল শনিবার সকালে হবিগঞ্জে জাঁকজমকপূর্ণ এবং অনাড়ম্বর অনুষ্ঠান ও র‌্যালির মধ্য দিয়ে পালিত হয়েছে বৈশাখী টিভির প্রতিষ্ঠা বার্ষিকী। হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজের সভাপতিত্বে ও বৈশাখী টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি রাসেল চৌধুরীর সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদুল হক, রেডক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের সেক্রেটারী আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট নির্মল ভট্টাচার্য রিংকু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ সমাচারের সম্পাদক গোলাম মোস্তফা রফিক, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, হারুনুর রশীদ চৌধুরী, সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি চৌধুরী মোঃ ফরিয়াদ, সাধারণ সম্পাদক শ্রীকান্ত গোপ, আরটিভি’র জেলা প্রতিনিধি সায়েদুজ্জামান জাহির, ভোরের কাগজের জেলা প্রতিনিধি শফিকুল আলম চৌধুরী, দৈনিক দেশজমিনের নির্বাহী সম্পাদক শাহ ফখরুজ্জামান, ৭১-টিভি’র জেলা প্রতিনিধি শাকিল চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট টিভি’র জেলা প্রতিনিধি আবু সালেহ মোঃ শওকত, জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন দুলাল, হবিগঞ্জ সমাচারের নির্বাহী সম্পাদক এম.এ ওয়াহেদ, যুগ্ম সম্পাদক শরীফ চৌধুরী, বার্তা সম্পাদক মোহাম্মদ নূর উদ্দিন, মোহনা টিভি’র জেলা প্রতিনিধি মোঃ ছানু মিয়া, এশিয়ান টিভি’র জেলা প্রতিনিধি মোঃ সুরুজ আলী, হবিগঞ্জ সমাচারের চীফ রিপোর্টার দিদার এলাহী সাজু, স্টাফ রিপোর্টার আব্দুর রউফ সেলিম, কাউছার আহমেদ টিপু, জাকারিয়া চৌধুরী, অসিত কুমার চৌধুরী, এ.কে কাওসার, নিরঞ্জন গোস্বামী শুভ, বানিয়াচং ব্যুরো প্রধান জীবন আহমেদ লিটন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, বৈশাখী টেলিভিশন দেশের একটি জনপ্রিয় টিভি চ্যানেল। বৈশাখীর অনুষ্ঠানের মান ও সংবাদের বস্তুনিষ্ঠতা প্রশংসার দাবি রাখে। হবিগঞ্জ জেলা প্রতিনিধি রাসেল চৌধুরী অত্যন্ত সাহসিকতার সহিত সত্য ও বস্তনিষ্ঠভাবে সাংবাদিকতা করে যাচ্ছে। আলোচনা সভা শেষে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন। পরে প্রধান অতিথি ও আগত অতিথিবৃন্দদেরকে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালি বের করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.