,

হবিগঞ্জ জেলা জামায়াতে আমীর ও সেক্রেটারীসহ ১৪ শীর্ষ নেতা আটক

হবিগঞ্জ প্রতিনিধি ॥ নাশকতা ও পরিকল্পনার বৈঠক করার সময় হবিগঞ্জ শহরতলীর পুর্ব ভাদৈ গ্রামের জেলা জামায়াতের আমীরের বাসা থেকে ১৪ জন শীর্ষ নেতাকে আটক করেছে পুলিশ। এ সময় সরকার বিরোধী লিফলেট, জিহাদী বই, দাওয়াতনামা ও নগদ টাকা জব্দ করা হয়। গত শুক্রবার সকাল ৯টায় ডিবি পুলিশের এসআই সুদ্বিপ রায়, ইকবাল বাহার, আব্দুল করিম ও সদর থানার এসআই মিজানুর রহমানসহ একদল পুলিশ আটককৃতরা হল জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুর রহমান (৬৫), জেলা জামায়াতের আমীর মুখলেছুর রহমান (৫০), সেক্রেটারী মোশাহিদ আলী (৪০), হবিগঞ্জ সদর থানা জামায়াতের সভাপতি ইমান আলী (৪৫), পৌর জামায়াতের আমীর কাজী মহসিন আলী (৩৫), হবিগঞ্জ পৌর জামায়াতের সভাপতি নজরুল ইসলাম (৩০), বানিয়াচং থানার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আব্দুর রেজ্জাক খান (৭০), সেক্রেটারী মুজিবুর রহমান (৪৫), নবীগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারী মুকিত পাঠান (৪০), উপজেলার বাউশা ইউনিয়নের সভাপতি আহম্মদ আলী (২৫), বাহুবল উপজেলা সেক্রেটারী আব্দুল আহাদ (৪৫), আজমীরীগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী নাসির উদ্দিন চৌধুরী (২৭), সেক্রেটারী আব্দুল খালেক চৌধুরী (৪৫) ও লাখাই থানার সভাপতি নুরুদ্দিন (৪০)। তাদের কাছ থেকে নগদ এক লক্ষ টাকা, ৭০টি জিহাদী বই, ৫ শত লিফলেট ও ১৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এব্যাপারে সদর থানার এসআই মিজানুর রহমান বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। আটককৃতরাসহ এ মামলায় আরো ১০/১৫ জনকে আসামী করা হয়েছে। এ ব্যাপারে সদর থানা (ওসি) নাজিম উদ্দিন জানান নাশকতার পরিকল্পনায় জেলা জামায়াতের গোপন বৈঠক চলছিল। ও বৈঠক থেকে তাদের আটক করা হয়েছে। তাদেরকে সদর থানায় রাখা হয়েছে। গত শনিবার তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর