,

হবিগঞ্জে শিবিরকর্মী আটক : ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরের ধুলিয়াখাল এলাকার একটি ছাত্রাবাস থেকে নাশকতা ও সরকার বিরোধী পরিকল্পনার অভিযোগে গাজীউর রহমান (২২) নামের এক শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তার দেখানো মতে ছাত্রাবাস তল্লাশী করে ৭টি ককটেল ও ৫টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। সে সদর উপজেলার ধুলিয়াখাল গ্রামের মোঃ আবিদুর রহমানের পুত্র। গতকাল শনিবার ভোররাতে সদর থানার ওসি তদন্ত বিশ্বজিৎ দেব ও এসআই রাজকুমারের নেতৃত্বে একদল পুলিশ ওই আবিদুর রহমান ছাত্রাবাসে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় ওই ছাত্রাবাসের অন্যান্য যুবকরা পালিয়ে যায়। এ ব্যাপারে সদর থানার এসআই রাজকুমার বাদি হয়ে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছেন। মামলায় আরো ৩-৪ জনকে আসামী করা হয়। এ ব্যাপারে ওসি নাজিম উদ্দিন জানান, গাজিউর রহমান ছাত্রশিবির কর্মী। গোপন সূত্রে খবর পেয়ে তাকে আটক করা হয়েছে। আটক গাজিউর জানান, আগে তিনি ছাত্র শিবিরের সমর্থন করতেন। তিনি নিজেকে ছাত্রলীগ কর্মী বলে দাবি করেন। তাকে গতকালই তাকে কারাগারে প্রেরণ করা হয়।


     এই বিভাগের আরো খবর