,

হবিগঞ্জ ভ্রাম্যমান আদালতের অভিযান ॥ জরিমানা আদায়

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরের পৌর মার্কেটের ২য় তলায় অবস্থিত ডি মেডিনোভা ল্যাবকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এছাড়াও চৌধুরী বাজার এলাকায় অবস্থিত আহসানিয়া ডেন্টাল কেয়ারকে সিলগালা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট একরামুল সিদ্দিক ও হাসান মারুপ এ জরিমানা করেন। জানা যায়, গতকাল দুপুরে শহরের পৌর মার্কেটের ২য় তলায় এলাকায় অবস্থিত ডি মেডিনোভা ল্যাবে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় অপরিচ্ছন্ন অবস্থায় রোগিদের চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার করার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় আগামী এক সপ্তাহের মধ্যে ল্যাবের সকল সমস্যা সমাধান করার নির্দেশ দেয়া হয়। এদিকে, চৌধুরী বাজার এলাকায় অবস্থিত আহসানিয়া ডেন্টাল কেয়ারে অভিযান চালালে ম্যাজিস্ট্রেট দেখে ডাক্তার ও তার অন্যান্য স্টাফরা পালিয়ে যায়। পরে ভ্রাম্যমান আদালত ওই ডেন্টালটি সিলগালা করে দেয়। অপরদিকে, চৌধুরী বাজার এলাকায় বকুল কুড়ি স্টোর নামের এক মোদি মালের দোকানে অবৈধ পলিথিন রাখা ও অপরিস্কার পরিবেশে ব্যবসা করার অভিযোগে ২হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এ সময় ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে সিলেটের লামা বাজার আমর্ড পুলিশ ব্যাটেলিয়ান’র সিনিয়র এ এসপি আব্দুল কদ্দুসসহ একদল পুলিশ। এছাড়া পরীক্ষা-নিরীক্ষার জন্য সদর হাসপাতালের আর এম ইউ বজলুর রহমান উপস্থিত ছিলেন। এদিকে নতুন বাসস্ট্যান্ড এলাকার দাওয়াত হোটেলকে পচাঁ বাসি খাবার বিক্রির অভিযোগে ৫ হাজার টাকা ও একটি ডিপার্টমেন্টাল স্টোরকে মেয়াদোত্তীর্ণ সাবান রাখার দায়ে ১ হাজার টাকা জরিমানা করা হয়।


     এই বিভাগের আরো খবর