,

ডিজিটাল নজরদারিতে আসছে ৩৬ হাজার শিক্ষা প্রতিষ্ঠান

সময় ডেস্ক ॥ সারাদেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৩৬ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান ডিজিটাল নজরদারির আওতায় আনছে সরকার। একটি সফটওয়ারে থাকবে সব প্রতিষ্ঠানের তথ্য। এটি ব্যবহার করেই শিক্ষা প্রতিষ্ঠানে সব ধরনের নির্দেশনা দেবে মন্ত্রণালয়। ডিসেম্বরের মধ্যে এই সফটওয়ারের আওতায় আসবে সব শিক্ষাপ্রতিষ্ঠান গুলি। শিক্ষা মন্ত্রণালয়ের সবশেষ একাডেমিক সুপারভিশন রিপোর্ট অনুযায়ী সরকারের নির্দেশনা মানছে না ১৪ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠান। আর ৪৭ শতাংশ শিক্ষা প্রতিষ্ঠান আংশিক নির্দেশনা অনুসরণ করছে। এর ফলে প্রতিষ্ঠানে দূর হচ্ছে না অনিয়ম ও দুর্নীতি। এ অবস্থায় দেশের ৩৬ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানকে একটি সফটওয়ারের মধ্যে নিয়ে আসছে সরকার। যেখানে শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও প্রতিষ্ঠানের সব তথ্য প্রতিদিন আপডেট করতে হবে। এছাড়া এ সফটওয়ারের মাধ্যমেই সব ধরনের নির্দেশনা দেবে শিক্ষা মন্ত্রণালয়। এই নজরদারির নাম দেয়া হয়েছে পিয়ার ইন্সপেকশন। সফটওয়ারটি নিয়ে কাজ করছে শিক্ষাপ্রতিষ্ঠান অডিটের দায়িত্বে থাকা পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। তারা বলছে বর্তমানে বছরে দেড় হাজারের মত প্রতিষ্ঠানে পরিদর্শনের সামর্থ্য রয়েছে সরকারের। তবে নতুন সফটওয়ারের মাধ্যমে সব প্রতিষ্ঠানই নজরদারির আওতায় আনা যাবে। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের যুগ্ম পরিচালক, বিপুল চন্দ্র সরকার বলেন, একটি প্রতিষ্ঠানের সকল তথ্য মন্ত্রণালয় বা তার কতৃপক্ষ জানে এখানেই জবাবদেহিতা। সে কোন অনিয়ম করলে আমি সাথে সাথে তাকে বলতে পারছি যে আপনার এখানে সমস্যা। শিক্ষাবিদেরা মনে করছেন, পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সমন্বিত নিয়ন্ত্রণ কাঠামোর আওতায় আনা সম্ভব। শিক্ষাবিদ অধ্যাপক সিদ্দিকুর রহমান বলেন, শিক্ষা ক্ষেত্রে মনিটরিং সব সময়েই দুর্বল ছিল। মনিটরিং যদি সঠিক ভাবে করা যায় এবং মাঠ পর্যায়ে যারা আছেন তারা যদি সঠিক তথ্য দেন এবং নিয়মিত তথ্য দেয় তাহলে নিয়মে উন্নয়ন হবে। এই পদ্ধতিতে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের আইডি কার্ড পাঞ্চ করে ঢুকতে হবে। ফলে তাদের উপস্থিতিও পর্যবেক্ষণে রাখতে পারবে শিক্ষা মন্ত্রণালয়।


     এই বিভাগের আরো খবর