,

যুব দিবস উপলক্ষে নবীগঞ্জ উপজেলা ও পৌর জাতীয় যুবসংহতির উদ্যোগে আলোচনা সভা

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা ও পৌর জাতীয় যুবসংহতির উদ্যোগে যুব দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে নবীগঞ্জ শহরের শেরপুর রোডের বাংলা টাউনস্থ সংগঠনের কার্য্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক নুরুল আমিন পাঠান ফুল মিয়া। নবীগঞ্জ পৌর জাতীয় যুবসংহতি নেতা নিউটন সূত্রধরের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা জাতীয় যুবসংহতির সভাপতি কাজল আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব সংহতির সহ-সভাপতি মুরাদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আফরোজ মিয়া। এতে বক্তব্য রাখেন জেলা যুবসংহতির শিক্ষা বিষয়ক সম্পাদক হেলাল আহমদ, উপজেলা যুব সংহতির যুগ্ম আহবায়ক নাজমুল হোসেন খান, আহমদ রেজা, পৌর যুব সংহতির সাবেক সদস্য সচিব রঞ্জু দেব, জেলা যুব সংহতির যুগ্ম শ্রম বিষয়ক সম্পাদক শেখ সোহেল আহমদ, যুবসংহতি নেতা ডাঃ ইকবাল আহমদ চৌধুরী, আরশ আলী, জাবেদ মিয়া, উপজেলা ছাত্র সমাজের যুগ্ম আহবায়ক মৌলদ আহমদ ও রাসেল আহমদ। অনুষ্ঠিত সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রসমাজ কেন্দ্রীয় কমিটির সদস্য এম.এ মতিন চৌধুরী, উপজেলা যুবসংহতির যুগ্ম আহবায়ক আক্কাস মিয়া চৌধুরী, যুবসংহতি নেতা মহসিন মিয়া, রুমান মিয়া প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা জাতীয় যুবসংহতির সভাপতি কাজল আহমদ বলেন, বেকার যুবকদের বিপদগামী হওয়া থেকে রক্ষা করতে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। তিনি সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদের উপর দায়েরকৃত সকল মিথ্যা প্রত্যাহারের জন্য সরকারে প্রতি জোর দাবী জানান। উক্ত সভায় জাতীয় সমাজের শহীদ রবিউল আলম রবি ও করগাঁও ইউপি যুবসংহতি নেতা মোঃ সাকির উদ্দিন আহমদ সাকিল এর রুহের মাগফেরাত বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


     এই বিভাগের আরো খবর