স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে কুর্শি ইউনিয়নের ৮নং ওয়ার্ডে সড়ক সংস্কার, ইটসলিং, কালভার্ট, মাটিভরাট, গভীর নলকূপ স্থাপন, খাল খনন, টিউব ওয়েল, স্যানিটেশন, বৃক্ষরোপন ও যাত্রী ছাউনিসহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড নিয়ে উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে স্থানীয় নজির মিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঁঙ্গনে ওই সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ইউপি সদস্য এম এ বাছিত। ইউনিয়ন পরিষদের সচিব মোঃ শাজাহানের সঞ্চালনায় উন্মোক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন, ৮নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক মীর্জা আলী আজম রায়হান খাদিম, হাজী তাহিদুর রহমান, মোঃ লেবু মিয়া, হাবিবুর রহমান কচি মিয়া, মাওলানা আব্দুল মুমিন, সহকারী শিক্ষক রাখাল দাশ, মোঃ আযাদুর রহমান, বিশিষ্ট মুরুব্বী মোঃ তাহিদ উল্যা, মোঃ আব্দুর রহিম, মোঃ আবু বক্কর সিদ্দিকী, আব্দুর রউফ, শেখ শিপন আহমদ, মোঃ আব্দুল জলাল, রঞ্জু দেব, আব্দুল কাইয়ুম, আলফাছ মিয়া, নুরুল আমিন, আলী আহমদ, আফসর মিয়া, মুজিবুর রহমান, সাজাদ মিয়া, সহিদুর রহমান, আকলিছ মিয়া, জলফু মিয়া প্রমূখ। আয়োজিত সভায় ৮নং ওয়ার্ডের উন্নয়নের নিমিত্তে বিভিন্ন প্রস্তবনার নোট গ্রহণ করেন ইউপি সচিব মোঃ শাজাহান। এসময় বক্তারা চেয়ারম্যান আলী আহমদ মুসার উন্নয়ন অভিযাত্রায় সু-নিপুন পরিকল্পনার প্রশংসা করেন।