চুনারুঘাট প্রতিনিধি ॥ নারী নির্যাতন মামলার পলাতক আসামী আইনজীবি সহকারি সাদেক মিয়াসহ তার দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার দিবাগত গভীররাতে হবিগঞ্জ সদর থানার ওসি ইয়াসিনুল হকের নেতৃত্বে একদল পুলিশ সদর উপজেলার বেকিটেকা গ্রামে অভিযান চালিয়ে মৃত সত্তর মিয়ার পুত্র হবিগঞ্জ কোর্টের আইনজীবি সহকারি সাদেক মিয়া (৩০), তার ভাই জিতু মিয়া (২৫) ও সিদ্দিক মিয়া (৩৫) কে গ্রেফতার করে। গতকাল রবিবার তাদেরকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, কিশোরগঞ্জ জেলায় নারী নির্যাতন আদালত থেকে তাদের বিরুদ্ধে ৩৮০/১৬ মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এতদিন তারা আত্মগোপনে ছিল।