,

২৩ নভেম্বর সিলেটে প্রধানমন্ত্রীর জনসভা স্থগিত

সময় ডেস্ক ॥ জেলা পরিষদ নির্বাচনের কারণে আগামী ২৩ নভেম্বর সিলেটে প্রধানমন্ত্রী জনসভা স্থগিত করা হয়েছে এবং ওই দিন প্রধানমন্ত্রী অন্য সভায় অংশ নেবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহবুব-উল-আলম। গতকাল রোববার বিকালে আওয়ামী লীগের পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হয়। আগামী ২৮ ডিসেম্বর সারাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া জেলা পরিষদ নির্বাচনের তফসিল রোববার ঘোষণা করা হয়েছে। জনসভা না হওয়ায় সিলেটে যেসব উন্নয়ন প্রকল্প প্রধানমন্ত্রী উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা ছিল সেগুলোও স্থগিত করা হয়েছে। তবে জনসভা না হলেও ২৩ নভেম্বর সিলেটে প্রধানমন্ত্রীর বাকি কর্মসূচিগুলো ঠিক থাকবে। ২৩ নভেম্বরের প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে সিলেট আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিলেও রোববার জনসভা হঠাৎ স্থগিতের ঘোষণায় এতে ভাটা পড়েছে।


     এই বিভাগের আরো খবর