সংবাদদাতা ॥ নবীগঞ্জের রসুলগঞ্জ বাজারে বসছে জমজমাট জুয়ার আসর। বিকাল ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত চলে এ আসর। জানা যায়, রসুলগঞ্জ বাজারের খরছু মিয়ার মাকের্টের দু’তলায় খরছু মিয়ার পুত্র সুমনের (২য় পৃষ্ঠায় দেখুন) নেতৃত্বে এ জুয়ার আসর বসে। এ আসরে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানের পেশাদার জুয়ারীর অংশগ্রহন করে। এতে করে এলাকার যুবসমাজ দিন দিন বিপথগামী হচ্ছে ও এলাকায় চুরি রাহাজানি বৃদ্ধি পেয়েছে। এনিয়ে এলাকাবাসী, ব্যবসায়ী ও সুশীল সমাজের লোকজনের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। অবিলম্বে এ জুয়ার আসর বন্ধে প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।