ছনি চৌধুরী ॥ নবীগঞ্জ উপজেলার ১১নং গজনাইপুর ইউনিয়নের ফুলতলি বাজারে ৩ জুয়াড়িকে গ্রেফতার করেছে গোপলার বাজার ফাঁড়ি পুলিশ। কয়েকদিন ধরে মাদক ও সন্ত্রাস মুক্ত এলাকা করার লক্ষ্যে বিভিন্ন এলাকা জুড়ে বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছে গোপলার বাজার ফাঁড়ি পুলিশ। জানাযায়, গতকাল মঙ্গলবার ভোর রাতে অভিযান চালিয়ে গজনাইপুর ইউনিয়নের ফুলতলি বাজারের একটি দোকান ঘর থেকে সাতাইহাল গ্রামের মৃত ইয়াকুব উল্লার পুত্র সাবু মিয়া (৫০), মুড়াউরা গ্রামের মৃত: মসদ্দর আলীর পুত্র মতিউর রহমান ও আবুল সুবান মিয়ার পুত্র আবুল মিয়া (৫৫) কে গ্রেফতার করা হয়। পরে দুপুরে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনা (ভূমি) জিতেন্দ্র কুমার নাথ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ জনকে তাদের প্রত্যেকে ১শ টাকা করে ৩ জনকে মোট ৩শ টাকা জরিমানা করা হয়। গোপলার বাজার ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহমান জানান, গত ২১ নভেম্বর থেকে আমাদের বিশেষ অভিযান চলছে, মাদক, জুয়া এবং সন্ত্রাস মুক্ত এলাকা গড়ার লক্ষ্যে আমরা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছি এই অভিযান অব্যাহত থাকবে এবং জনপ্রতিনিধিদের সহযোগীতা করার আহব্বান জানান।