জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ-বানিয়াচং সড়কের পাড়াগাঁও সড়কে বাস উল্টে মহিলাসহ ১০ যাত্রী আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হল, সিদ্দিক আলী (৮০) ও তার স্ত্রী জামিলা বেগম (৬০)। আহতরা জানায়, বানিয়াচং থেকে বাসযোগে হবিগঞ্জে আসার পথে উল্লেখিত স্থানে ব্রীজের নিকট বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে উল্লেখিত সংখ্যক যাত্রী আহত হয়। এ সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ঘন্টাখানেক পরে যান চলাচল স্বাভাবিক হয়।
Leave a Reply