,

১ম ছবিতে খোলামেলা সুটিং করেন ক্যাটরিনা

বিনোদন ডেস্ক : ২০০৩ সালে বলিউডের সিনেমায় অভিষেক হয ক্যাটরিনা কাইফের। আর প্রথম সিনেমাতেই খোলামেলা চরিত্রে অভিনয় করেন নায়িকা। দেখে বোঝার উপায় ছিল না এটা তার প্রথম ছবি। বুম শিরোনামের ওই সিনেমার গল্প ছিল ইরোটিক থ্রিলার ধরনের। যেখানে ছবির গল্প আবর্তিত হয় তিন সেডাক্ট্রেসকে নিয়ে— সুপারমডেল মধু সাপ্রে, পদ্মালক্ষ্মী এবং মেঘনা রেড্ডি। কিন্তু সম্ভবত ফ্যাশন শোতে ক্যাটরিনাকে দেখেই পছন্দ হয়ে যায় পরিচালক কায়জাদ গুস্তাদের। তাই শেষ মুহূর্তে মেঘনা বাদ পড়েন এবং ক্যাটরিনাকেই চূড়ান্ত করা হয়। ছবিটির প্রযোজক ছিলেন জ্যাকি শ্রফের স্ত্রী আয়েষা শ্রফ। মূল চরিত্রে ছিলেন অমিতাভ বচ্চন, গুলশন গ্রোভার, জ্যাকি শ্রফ ও জিনাত আমান। এছাড়া ছিলেন বোমান ইরানি, সীমা বিশ্বাস এবং জাভেদ জাফরি। ডিজাইনার মনীশ মালহোত্র এবং ওয়েন্ডেল রডরিকসকেও দেখা গিয়েছিল ক্যামিও চরিত্রে। কিন্তু ক্যাটের প্রথম ছবিই ফ্লপ। শোনা যায়, পাওনাদারদের দেনা মেটাতে প্রচুর সম্পত্তিও বিক্রি করতে হয়েছিল শ্রফ পরিবারকে। তবে সিনেমায় উল্ল্যেখযোগ্য ছিল ক্যাটরিনার অভিনয়। এই ছবির আগে অভিনয়ের কোনো প্রশিক্ষণও ছিল না, অভিজ্ঞতাও না। তা সত্ত্বেও ‘ফেম ফেটাল’ চরিত্রের লাস্যে, সিডাকশনে কী স্বাচ্ছ্যন্দ ক্যাট। পোশাক নিয়েও কোনো জড়তা ছিল না, সেটা ছবিগুলি দেখেই বোঝা যায়। আর সেডাকশন সিকোয়েন্সে কতটা বোল্ড ছিলেন ক্যাট, তা ভিডিওটা দেখলেই বুঝবেন।


     এই বিভাগের আরো খবর