,

লুঙ্গিতে সালমান খান

সময় ডেস্ক : প্রথমবারের মত লুঙ্গি লুকে দেখা গেল লাভারবয় খ্যাত সালমান খানকে। একটি স্পোর্টস হাতা কাটা টি-শার্টের বিজ্ঞাপনে সালমানকে লুঙ্গি পরতে দেখা যায়। ডেক্সি স্কট নামের একটি বিজ্ঞাপনের শুটিংয়ে তাকে লুঙ্গি পরিহিত অবস্থায় দেখা যায়। লুঙ্গি পারধান নিয়ে সালমান খান বলেন, আমি আগে থেকে লুঙ্গি পরি। মাঝে মাঝে লুঙ্গি পরে ঘুমাতে যায়। লুঙ্গি পরিহিত অবস্থা সম্প্রতি অনেক মুভি হয়েছে। শাহরুখ খানই শুধু লুঙ্গি পরে না আমিও লুঙ্গি পরতে পারি। সে শুধু লুঙ্গি পরে নাচছে।


     এই বিভাগের আরো খবর