জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরে চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামী আব্দুল খালেক (৪৫) কে আটক করেছে পুলিশ। সে হবিগঞ্জ শহরের সাবেক আলম শেঠ এলাকার অনিবার্ণ ৮৫ নম্বরের বাসার মৃত হায়দার আলীর পুত্র। গতকাল শুক্রবার সদর থানার এসআই আবুল হোসেন ও মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ২টি চেক জালিয়াতি মামলায় তার ২ বছরের সাজা ও ১৯ লাখ ৬৫ হাজার টাকার জরিমানার পরোয়ানা রয়েছে। এতদিন সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল।