সংবাদদাতা ॥ সরকারী জায়গা থেকে গাছ কেটে ইট ভাটায় জ্বালানি হিসাবে ব্যবহার করার অভিযোগে নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আউশকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ মতিউর রহমান পেয়ারার বিরুদ্ধে সরকার বাদী গাছ চুরির মামলা নবীগঞ্জ থানায় এফআইআর ভুক্ত করা হয়েছে। মামলার বিবরনে জানাযায়, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের ভায়া পিটুয়া রাস্তার পার্শ্বে দুটি কদম গাছ এলজিইডি রাস্তার মধ্যে অবস্থিত রাস্তা হতে বর্নিত বিবাদী কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত কর্তন করে চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক বাজার মুল্য ২০ হাজার টাকা। এমতাস্থায় এলজিইডি রাস্তা হতে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত বানিজ্যিকভাবে গাছ কর্তন করায় চুরির মামলা করেন নবীগঞ্জ প্রকৌশলী অফিসের সার্ভেয়ার দেলোয়ার হোসেন। গত ১৩/১০/২০১৬ তারিখে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার এর কাছে অভিযোগ করেন। তারা বলেন সরকারের অনুমতি ছাড়া ৪টি গাছ কর্তন করে সৈয়দ মতিউর রহমান পেয়ারাসহ ৫ জন ব্যক্তি কেটে তার মালিকাধীন ইট ভাটায় জ্বালানি হিসাবে ব্যবহার করেন। ইউএনও এব্যাপারে তদন্তের জন্য ইনাতগঞ্জ ইউনিয়নের তহশীলদার মহসিন আহমদকে তদন্ত করার দায়িত্ব প্রদান করলে তিনি তদন্ত করে এর সত্যতা পান। পরবর্তীতে এলজিইডি সার্ভেয়ার দেলোয়ার হোসেন দ্বিতীয় দফা তদন্ত করে সত্যতা পেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার গত ১৫ নভেম্বর ২২৯নং স্বারকে নবীগঞ্জ থানা ইনচার্জ কে মামলা রুজু করার জন্য আদেশ দেন। উক্ত স্বারকের আলোকে গত ২৩ নভেম্বর নবীগঞ্জ থানায় মামলাটি রের্কড করা হয়। সরকারী জায়গার গাছ জোর পূর্বক কেটে নেয়ার জন্য সরকার বাদী মামলাটি করার জন্য কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকার জনসাধারণ।
Leave a Reply