হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরের নাতিরাবাদ এলাকার পিত্রালয়ে বাউল গান দেখতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে বামকান্দি গ্রামের এক গৃহবধু। গত শনিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। অসুস্থ অবস্থায় ওই গৃহবধুকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে বামকান্দি গ্রামের আজগর আলীর স্ত্রী ও নাতিরাদ এলাকার মীর হোসেনের কন্যা। ধর্ষিতার পরিবার সুত্রে জানা যায়, ওই গৃহবধু গত বৃহস্পতিবার বিকালে বাউল গানের আসর দেখতে ওই গৃহবধু তার পিত্রালয়ে আসে। ওই দিন বিকালে ওই গৃহবধু তার দুঃসম্পর্কের দেবর ছালেক মিয়া (২৫) কে নিয়ে মাজারে গানের আসরে যায়। গানের আসর থেকে ফিরে এসে ওই গৃহবধু দেবরসহ তার পিত্রালয়েই থেকে যায়। গত শনিবার রাতে লম্পট ছালেক ওই গৃহবধুকে ধর্ষণ করে। পরে বিষয়টি জানাজানি হলে গতকাল রবিবার সকালে ওই গৃহবধুকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
Leave a Reply