,

বিজয় দিবস উদযাপনের লক্ষে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের বিশেষ প্রস্তুতি সভা

মোঃ জসিম তালুকদার ॥ ১৬ই ডিসেম্বর বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়রম্যান এড. আলমগীর চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিতেন্দ্র কুমার নাথ, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বাতেন খাঁন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুর উদ্দিন বীর প্রতিক, ১০নং ইউপি চেয়ারম্যান এড.জাবেদ আলী, ২নং ইউপি চেয়ারম্যান মোঃ আশিক মিয়া, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আঃ গফুর চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ দুলাল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি এটি এম বশির আহমদ, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা রুহেল আহমদ, সাংবাদিক এম.এ আহমদ আজাদ। সভায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সহ বিভিন্ন কর্মসূচি গৃহিত হয়।


     এই বিভাগের আরো খবর