October 4, 2024, 10:14 am

সংসদ নির্বাচনের প্রচারে নামছে আওয়ামী লীগ

সময় ডেস্ক ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয় নিশ্চিত করতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ লক্ষ্য নিয়ে এরই মধ্যে নির্বাচনী প্রচারে মাঠে নামার জোর প্রস্তুতি নিচ্ছে দলটি। টানা দুদফা ক্ষমতায় থাকার সুফল এবং আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগণের সামনে তুলে ধরতে ইতোমধ্যেই তৃর্ণমূল নেতাকর্মীদের নির্দেশও দিয়েছেন দল প্রধান। সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০১৮ সালে শেষ দিকে। হাতে সময় থাকলেও প্রায় দু বছর আগেই থেকেই নির্বাচনী প্রচারণায় মাঠ উত্তাপের প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর যাত্রা শুরু হয় দলের ২০তম জাতীয় কাউন্সিলের মধ্য দিয়েই। দলটি বলছে, আগামী নির্বাচনকে ঘিরে অন্যান রাজনৈতিক দল যখন প্রস্তুতি নেবে তখন একধাপ এগিয়ে থাকতে চায় আওয়ামী লীগ। পদ্মা সেতু, অবকাঠামো উন্নয়ণ, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় নেয়া হতদরিদ্রদের জন্য বিভিন্ন প্রকল্পসহ জঙ্গী ও সন্ত্রাসবাদ নির্মূলে বর্তমান সরকারের সফলতা মূলত গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে। এর মধ্যে আরপিও অনুযায়ী নিজ দলের নিবন্ধন রক্ষায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ বাধ্যবাধকতার মধ্যে পড়েছে সাবেক বিরোধী দল বিএনপি। বিষয়টি আমলে না নেয়ার কথা বলেও আওয়ামী লীগ বলছে নির্বাচন কোন কোন রাজনৈতিক দল অংশ নেবে না নেবে তা মুখ্য বিষয় নয়। তবে প্রচারণাকে গুরুত্ব দিয়ে এখন থেকেই মাঠে তৎপরতা চালাতে তৃণমূল নেতা-কর্মীদের নির্দেশ দেয়া হয়েছে হাই-কমান্ড থেকে। আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার গুরুত্ব পাবে বিগত নির্বাচনকে ঘিরে চলা সহিংসতার কথাও। দলটি বরাবরই দাবী করছে জনগণকে জিম্মি করে বিএনপি-জামায়ত জোট দেশজুড়ে অগ্নি সন্ত্রাস চালিয়েছিল। যাতে নিহত ও হতাহতের সংখ্যা নেহায়ত কম না। এমন বিষয়গুলোকে টেনে আনা হবে প্রচারণায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.