,

উপ-সচিব হলেন নবীগঞ্জের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনামনি চাকমা

মোঃ সেলিম তালুকদার ॥ নবীগঞ্জের সাবেক উপজেলা নির্বাহী অফিসার সোনামনি চাকমা পদোন্নতি পেয়ে উপ-সচিব হলেন। গত রবিবার জনপ্রশাসন মন্ত্রনালয় থেকে এক প্রজ্ঞাপনে বাংলাদেশ জাতীয় সংসদের সরকারি প্রতিশ্র“তি সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতির একান্ত সচিব পদে থেকে সোনামনি চাকমা পদোন্নতি পেয়ে উপ-সচিব হয়েছেন। সোনামনি চাকমা বিসিএস ক্যাডারের ২১তম ব্যাচের একজন কর্মকর্তা হিসাবে নিয়োগ লাভ করেন। তিনি ২১তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা হিসেবে প্রথমে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সিলেটের বিভিন্ন উপজেলা দায়িত্ব পালন করেন। এরপর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে চট্রগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় ২৫মে ২০০৯ইং তারিখে যোগদান করেন। পরে নবীগঞ্জ উপজেরা নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন। সোনামনি চাকমা খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় চোংড়াছড়ি মুখ গ্রামে জন্মগ্রহন করেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।


     এই বিভাগের আরো খবর