হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলায় সকল অবৈধ টমটম ও অন্যান্য সকল অবৈধ গাড়ি চলচল বন্ধের দাবীতে মঙ্গলবার ভোর থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন ও মালিক শ্রমিক এক্য পরিষদ। গত শনিবার রাতে হবিগঞ্জ মটর মালিক গ্র“পের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। এ ব্যাপারে মটর মালিক গ্র“পের সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান চৌধুরী জানান, জেলায় অবৈধ টমটম ও অন্যন্য সকল অবৈধ গাড়ি চলাচল বন্ধের দাবীতে গতকাল মঙ্গলবার ভোর থেকে হবিগঞ্জ জেলার মালিক শ্রমিক ঐক্য পরিষদের আওতাধীন সকল পরিবহন, বাস, মিনিবাস, ট্রাক, পিকআপ, ম্যাক্সি, ইমা, টেম্পু, জীব, হবিগঞ্জ-ঢাকা বাসসহ সকল প্রকার গাড়ি চলাচল বন্ধ থাকবে এবং কোন সড়কে যানবাহন চলাচল করা যাবে না। এ ব্যাপারে হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন ও মালিক শ্রমিক এক্য পরিষদের সদস্য সচিব শঙ্খ শুভ্র রায় জানান, মহাসড়ক সহ সকল সড়কে অবৈধ টমটম চলাচলের ব্যাপারে ইতিমধ্যে আমরা জেলা প্রশাসক, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপির মাধ্যমে অবগত করেছি। আমরা একটি আল্টিমেটমাও দিয়েছে কিন্তু কাজ হয়নি তাই বাধ্য হয়ে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়েছে। তিনি জানান আমাদের দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পরিবহন ধর্মঘট অব্যাহত থাকবে।