আলী হাছান লিটন ॥ নবীগঞ্জ-আইনগাঁও সড়কে বেহাল অবস্থা বিরাজ করছে। দীর্ঘদিন ধরে ওই সড়কের কোন সংস্কার না হওয়ায় সড়কটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। গুরুত্বপূর্ন এ সড়ক দিয়ে স্কুল ও কলেজগামী ছাত্র-ছাত্রীসহ হাজার হাজার লোকজন প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। অতন্ত সরু ও খানাখন্দে ভরপুর এ সড়কে প্রায়ই ঘটছে নানা দুর্ঘটনা। দুর্ঘটনা কবলিত হয়ে কেউ হারাচ্ছেন প্রাণ আবার কেউ বরণ করছেন পঙ্গুত্ব। এছাড়া সামান্য বৃষ্টি হলেই গর্তগুলোতে পানি জমে যায়। তবে জনসাধারণের এ দুর্ভোগের ব্যাপারে উদাসীন সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ। ওই এলাকার জনপ্রতিনিধিদের ভূমিকাও দায়সাড়া। ভূক্তভোগীরা জানান, জনগুরুত্বপূর্ন এ সড়কটি দিয়ে যানবাহন চলাচল করা মুশকিল। তারা রাস্তটি সংস্কারে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন। এছাড়াও ওই সড়কের শিবপাশা রোডের কয়েকজন ব্যবসায়ী এপ্রতিনিধিকে জানিয়েছেন হেমন্ত মৌসুমে বৃষ্টিপাত না হওয়ার পরও এসড়কের গর্তগুলোতে সবসময়ই পানি জমে থাকে। তারা অভিযোগ করেন, এখানকার এক সাবেক মেম্বার তার বাসভবনের বাতরুমের ময়লা পানির পাইপ সড়কের ছোট এই ড্রেনের মধ্যে দেওয়ার কারনে বৃষ্টি না হলেও পানি জমে থাকে। এ নিয়ে কারও কোন মাথাব্যথা নেই।