বানিয়াচং প্রতিনিধি ॥ দেশব্যাপী পক্ষকালব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বানিয়াচংয়ে কমিউনিস্ট পার্টি এর সাম্প্রদায়িকতা বিরোধী হাটসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় স্থানীয় বড়বাজারে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি বানিয়াচং উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হাটসভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা শাখার সদস্য কমরেড ইমদাদুল হোসেন খান, বানিয়াচং শাখার নেতা জিতু মিয়া, আয়নাল মিয়া, কাউসার মিয়া, শরীফ উদ্দিন ও ছাত্রফ্রন্ট নেতা মিনহাজুর রহমান তারেক। বক্তারা বি-বাড়ীয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়ীঘর ও ধর্মীয় উপাসনালয়ে হামলা এবং হবিগঞ্জে তিনটি মসজিদে অগ্নিসংযোগসহ মাধবপুরে মন্দিরে আগুন দেয়ার ঘটনার নিন্দা জানিয়ে ঘটনা সমূহের সাথে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার জন্য সরকারের কাছে দাবী জানান। এছাড়া মায়ানমারের রাখাইন রাজ্যে মুসলিম রোহিঙ্গাদের উপর বর্বর রাষ্ট্রীয় নিপীড়নের নিন্দা জানিয়ে তা বন্ধে প্রয়োজনীয় কুটনৈতিক তৎপরতা চালালানোর জন্য বাংলাদেশ সরকারের কাছে জোর দাবী জানান। গাইবান্ধায় সাওতালদের উপর হামলাকারী ও ময়মনসিংহের ফুলবাড়িয়া কলেজ সরকারীকরণের আন্দোলনে হামলাকারী আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের বিচারের দাবীও জানানো হয়। অন্যতায় কঠোর আন্দোলনের হুমকি দেয়া হয়।