মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের দরমন্ডল রাস্তায় দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। গত বুধবার দিবাগত গভীর রাতে ঘটনা ঘটে। এ সময় ডাকাত দল নগদ টাকা, মোবাইল সেট ও মোটর সাইকেল নিয়ে যায়। এ ঘটনায় মাধবপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সুত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের জহির মিয়ার ছেলে মোঃ মালেক মিয়া সহ আরো ২ জন মুড়ারব্দ মাজার জিয়ারত শেষে বুধবার রাতে মোটর সাইকেল দিয়ে বাড়িতে যাবার পথে বাঘাসুরা দরমন্ডল রাস্তার মুসাফির মাজারের নিকট পৌছালে পূর্ব থেকে উৎপেতে থাকা কয়েকজন ডাকাত তাদের মোটর সাইকেলের গতি রোধ করে মারপিট করে তাদের সঙ্গে থাকা নগদ টাকা মোবাইল ফোন ও বাজাজ কোম্পানির একটি পালসার মোটর সাইকেল নিয়ে যায়। এ সময় ডাকাতের হামলায় নাছির মিয়া, কাউছার মিয়া আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মালেক মিয়া বাদি হয়ে মাধবপুর থানায় উপজেলার বাঘাসুরা গ্রামের মৃত আশু মিয়ার ছেলে মোঃ খসরু মিয়া সহ ৩ জনের নাম উল্লেখ করে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। থানার উপ-পরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।