মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার বুল্লা গ্রামের জমিদার বাড়ির নাট মন্দিরে আগুন দেয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে নাসির মিয়া (৫০) নামের একজনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে তাকে বুল্লা বাজারে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। এর আগে বুধবার মন্দিরের সেবায়েত অমরেন্দ্র রায় বদু মাষ্টারসহ অজ্ঞাত ৫/৭ জনের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা দায়ের করেন। রবিবার গভীর রাতে একদল দুর্বৃত্ত বুল্লা জমিদার বাড়ীর নাট মন্দির আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকতাদির হোসেন বলেন, মন্দিরে আগুন দেয়ার ঘটনায় জড়িত দুর্বৃত্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। বৃহস্পতিবারই গ্রেফতারকৃত নাসির মিয়াকে পুলিশ আদালতে প্রেরণ করেছে।