,

বাহুবলের স্নানঘাট বাজারে চুরিঃ আটক ২

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার স্নানঘাট বাজারে দু:সাহসিক চুরি সংঘটিত হয়েছে। এ ঘটনায় বাজারের দুই পাহারাদারকে আটক করা হয়েছে। গত বৃহষ্পতিবার রাত ২টার দিকে বাজারের কাজী এন্টারপ্রাইজে এ ঘটনা ঘটে। চুরেরা এ সময় কম্পিউটার, মোবাইলসহ প্রায় আড়াই লক্ষ টাকার মালামাল চুরি হয়। রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ২ টার দিকে বাহুবল উপজেলার স্নানঘাট বাজারের কাজী এন্টারপ্রাইজে চুরির ঘটনা ঘটে। এ সময় চোর দোকানের পেছনের দরজা ভেঙ্গে ১টি কম্পিউটার, ৪০টি মোবাইল হ্যাণ্ডসেট, মেমোরি ও মোবাইল সামগ্রীসহ প্রায় আড়াই লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। ঘটনার পর বাজারের পাহারাদার শোরগোল শুরু করলে মানুষজন জড়ো হতে থাকে, পরে পুলিশে খবর দিলে রাতেই বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ, ওসি (তদন্ত) ও এস.আই গৌরাঙ্গ বসু ঘটনাস্থল পরির্দশন করেন। এ সময় সাবেক ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাজারের দুই পাহারাদার মো: কামাল মিয়া ও জবেদ আলীকে আটক করেছে পুলিশ। উল্লেখ্য বেশকিছু ধরে স্নানঘাট ইউনিয়নে প্রায় রাতেই চুরির ঘটনা ঘটছে


     এই বিভাগের আরো খবর