মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলায় আন্তঃনগর পারাবত ট্রেনে ঢিল ছুড়লে চার যাত্রী আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নোয়াপাড়া রেল স্টেশনের কাছে সিলেটগামী পারাবাত ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। ট্রেন যাত্রী রুকন এ সেলফোনে এ প্রতিবেদককে বলেন, সিলেটগামী পারাবত ট্রেনটি মনতলা স্টেশন অতিক্রম করে নোয়াপাড়া স্টেশনের প্রবেশের আগে ট্রেনের বাহির থেকে কে-বা কারা টিল ছুড়ে। পারাবত ট্রেনের এটেনডেন্ট আজাদ বিষয়টি নিশ্চিত বলেন, পারাবত ট্রেনের ‘ঝ’ ও ‘ঞ’ বগির ৪ যাত্রী আহত হন। আহত যাত্রীরা শ্রীমঙ্গলের বাসিন্দা। আহতদের মধ্যে মহিলা যাত্রীর হাতে মারাত্মক আঘাত পেয়েছেন ও তিন পুরুষ যাত্রী মাথায় আঘাত পেয়েছেন। তাদেরকে শ্রীমঙ্গলে নামিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। শ্রীমঙ্গল স্টেশন মাষ্টার জাহাঙ্গীর আলমের সাথে সেলফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ রকম কোন তথ্য আমাদের জানা নেই।
Leave a Reply