বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার উজিরপুরে বাড়ির সীম সীমানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শনিবার দুপুরে এ সংঘর্ষ হয়। আহত সুত্রে জানা যায়, ওই গ্রামের আনু মিয়ার সাথে একই গ্রামের সাজিদ মিয়ার বাড়ির সীম সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গতকাল উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে জয়ফুল বেগম (৬০), যমুনা বেগম (৮০), সাজিদ মিয়া (৩০) সহ ৫ জন আহত হয়। এর মধ্যে ৩ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
Leave a Reply