,

বাহুবলের অমৃতা গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন করলেন এমপি মুনিম বাবু

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা ১নং স্নানঘাট ইউনিয়নের অমৃতা গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন করেছেন এমপি মুনিম চৌধুরী বাবু। এ উপলক্ষে গতকাল বিকালে স্থানীয় অমৃতা বাজারে এক সভা অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টি নেতা আব্দুল কাদির এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই। সভায় বক্তব্য রাখেন সাংবাদিক এম.এ আহমদ আজাদ, জেলা জাপা নেতা শেখ ফয়জুল হক দিনু, নুরল হক তুহিন, জাতীয় পার্টি নেতা লুৎফুর রহমান, মামুন খান, জেলা যুব সংহতি নেতা হাফেজ শেখ মিনহাজ উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য নানু মিয়া সহ এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মুনিম চৌধুরী বাবু অমৃতা গ্রামের রাস্তা, কালভার্ট, মসজিদের উন্নয়নসহ দুটি ব্রিজ নির্মাণের প্রতিশ্র“তি দেন। তিনি আরো বলেন, অমৃতা গ্রামের সার্বিক উন্নয়নের দায়িত্ব আমার। পর্যায়ক্রমে সংশ্লিষ্ট এলকার উন্নয়নের আমার সর্বাত্মক প্রচেষ্ঠা অব্যাহত থাকবে।


     এই বিভাগের আরো খবর