,

শায়েস্থাগঞ্জে এক বাড়িতে ডাকাতির অভিযোগ

শায়েস্থাগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্থাগঞ্জে মড়রা গ্রামে এক বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। ডাকাতদের প্রহারে গৃহকর্তা আহত হয়েছেন। ডাকাতরা গৃহকর্তাকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ অর্ধলক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে বলে দাবি করছেন বাড়ির মালিক। অভিযোগে জানা যায়, শনিবার রাতে ওই গ্রামের বাসিন্দা আলাই মিয়ার বাড়িতে ৪/৫ জনের একদল মুখোশধারী ডাকাত প্রবেশ করে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে লুটতরাজ চালায়। এ সময় আলাই মিয়া (৬০) বাঁধা দিতে গেলে ডাকাতরা তাকে প্রহার করে। এতে তিনি আহত হন। এক পর্যায়ে ডাকাতরা নগদ টাকাসহ উল্লেখিত মালামাল নিয়ে পালিয়ে যায়। আহত আলাই মিয়া ওই গ্রামের বাসিন্দা মৃত ওয়াদুদ উল্লার পুত্র। একটি সুত্র জানায়, আলাই মিয়ার সাথে তারই কয়েকজন প্রতিবেশীর বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গতকাল ওই সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।


     এই বিভাগের আরো খবর