,

সিলেটে সব অবৈধ প্রার্থী পুরুষ

সময় ডেস্ক ॥ সিলেট জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে ২০ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গতকাল শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়নগুলো বাতিল করা হয়। তবে চেয়ারম্যান এবং সংরক্ষিত মহিলা সদস্যের প্রার্থীদের সবাই বাছাইয়ে উত্তির্ণ হয়েছেন। সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘সদস্য পদে ১১৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তাদের মধ্যে ২০ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আর চেয়ারম্যান পদের চার ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৮জনের সবারই মনোনয়ন বৈধ বলে গৃহিত হয়েছে।’ তাদের মধ্যে কেউ প্রার্থীতা প্রত্যাহার করতে চাইলে ১১ ডিসেম্বর পর্যন্ত সুযোগ রয়েছে। পরদিন সকল বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। ২৮ ডিসেম্বর হবে নির্বাচন- বলেও উল্লেখ করেন তিনি।


     এই বিভাগের আরো খবর