সংবাদদাতা ॥ নবীগঞ্জ পৌর এলাকার চড়গাঁও গ্রামে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হওয়ার খবর পাওয়া গেছে। ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন সহ প্রায় তিন লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে বলে জানিয়েছেন ডাকাতির শিকার ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা। জানা যায়, নবীগঞ্জের (চরগাঁও-আক্রমপুর শাখা বরাক নদীর পাড়) রোডে গত শনিবার গভীর রাতে একদল সসস্ত্র ডাকাত দল মাওঃ জুবায়ের আহমদ চৌধুরী’র বাসভবনে ভাড়া নিয়ে নবীগঞ্জ উপজেলার ৯ নং ইউনিয়ন হরিধরপুর গ্রামের বাসিন্দা মাষ্টার নুনু মিয়া স্বপরিবারে বসবাস করে আসছেন। গতরাত উল্লেখিত সময়ে ডাকাতদল বাড়ির দেয়াল টপকিয়ে প্রবেশ করে প্রথমেই শাবল দিয়ে ঘরের কলাপসিপল গেইট ভেঙ্গে এবং ভিতরে প্রবেশ করে। এসময় বিকট আওয়াজ শুনে ঘুম থেকে মাষ্টার নানু মিয়া (৬০) ও তার পুত্র বদরুল আলম (২০) জাগ্রত হলে দেখা মাত্রই অস্ত্রধারী ডাকাত দল উভয়ের হাত-পা বেঁেধ কিছু বুঝে উঠার আগেই অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৪০ হাজার টাকা, সাড়ে ৪ ভড়ি স্বর্ণালংকার ও চারটি মোবাইল সেট সহ প্রায় তিন লক্ষ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। এ ঘটনা এলাকায় জানাজানি হলে এলাকার লোকজন এবং স্থানীয় কাউন্সিলর মোঃ জাহেদ চৌধুরী’র মাধ্যমে নবীগঞ্জ থানা পুলিশকে খবর দিলে এস আই মোবারকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় এলাকার লোকজন ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌছার আগেই ডাকাতদল পালিয়ে যায়। উল্লেখ্য কয়েক বছর আগেও এই বাড়িতে ডাকাত দল হানা দিয়েছিল। সেই সময় স্থানীয় জনতা ও ডাকাত দলের মুখোমুখি সংঘর্ষ হয়েছিল বলে সূত্রে জানাগেছে।
Leave a Reply