প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ পৌরসভার গয়াহরি গ্রামের বিপ্লব দাশের পিতা স্বর্গীয় মনোরঞ্জন দাশের বিদেহী আত্মার শান্তি ও সদগতি কামনায় অষ্টপ্রহরব্যাপী লীলাকীর্তন গতকাল সোমবার সকালে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে কীর্তন পরিবেশন করেন ওসমানী নগরের নিভা রানী দেব, দিরাইয়ের মিন্টু সরকার, হবিগঞ্জের পংকজ ভট্টাচার্য্য, লাখাইয়ের দীনেশ দেবনাথ, শিবপাশার বাবুল দাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, সাবেক উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি দিপ্তেন্দু নারায় রায়, পৌর কাউন্সিলর প্রানেশ দেব। এতে উপস্থিত ছিলেন সাবেক সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নিত্যানন্দ দাশ, শিক্ষক ভবানী শংকর ভট্টাচার্য্য, জগদীশ চন্দ্র দাশ, নৃপেন্দ্র পাল, পরেশ রায়, সুবোধ দাশ বাবুল দেব, রিংক ুদাশ, টিংকু দাশ, বাবলু দাশ, বিপ্লব দাশ প্রমূখ।
Leave a Reply