October 4, 2024, 12:00 pm

মাধবপুরের গৃহবধুকে শ্রীমঙ্গলে পিটিয়ে হত্যা করেছে পাষন্ড স্বামী ও সতীন

সংবাদদাতা ॥ যৌতুকের জন্য গৃহবধু হোসনে আরা (২৫) কে পিটিয়ে হত্যা করেছে পাষন্ড স্বামী ও সতীন। নিহত হোসনে আরা মাধবপুর উপজেলার পরমানন্দপুর গ্রামের নুর মিয়ার মেয়ে। নিহতের ভাই আব্দুর রহিম জানান, গত বছরের ২৮ অক্টোবর শ্রীমঙ্গল উপজেলার পাইকপাড়া গ্রামের আবুল বক্সের ছেলে জমির আলী ভূয়া ঠিকানা দিয়ে তার বোন হোসনে আরাকে মৌলভীবাজারে নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ে করে। জমির আলীর প্রথম স্ত্রী ও সন্তান থাকা স্বত্ত্বেও সে নিজেকে অবিবাহিত দাবি করে বিয়ে করে। বিয়ের পর থেকে শ্রীমঙ্গল শহরে হোসনে আরাকে নিয়ে একটি ভাড়া বাড়িতে বসবাস করত জমির আলী। বিয়ের পর থেকে জমির আলী হোসনে আরাকে যৌতুকের টাকা দেয়ার জন্য চাপ দিতে থাকে। মেয়ের সুখের কথা চিন্তা করে হোসনে আরার দরিদ্র পিতা প্রায় ২ লাখ টাকা যৌতুক দেন। এদিকে, জমির আলীর প্রথম স্ত্রী ২য় বিবাহের কথা জানতে পেরে প্রায়ই ভাড়া বাড়িতে গিয়ে হোসনে আরাকে শারীরিকভাবে নির্যাতন করত। গত ৩ ডিসেম্বর বিকেলে হোসনে আরাকে তার স্বামী জমির আলী ও প্রথম স্ত্রী পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। ওইদিন রাতে তাকে মৌলভীবাজার হাসপাতালে মুমূর্ষূ অবস্থায় নিয়ে যায় স্বামী জমির আলী ও সতীন। হোসনে আরাকে হাসপাতালে রেখে ঔষধ কিনে আনার কথা বলে হাসপাতাল থেকে স্বামী-স্ত্রী পালিয়ে যায়। বিনা চিকিৎসায় ৪ ডিসেম্বর মারা যায় হোসনে আরা। মৌলভীবাজার মডেল থানা পুলিশের এসআই আব্দুল মালিক হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে হোসেন আরার পরিবারের নিকট লাশ হস্তান্তর করেন। এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানায় একটি জিডি করা হয়েছে। জিডি নং- ১৭, তারিখ-০৪/১২/২০১৬ ইং। এসআই আব্দুল মালিক সুরতহাল প্রতিবেদনে কপালে ও পিঠে ৫টি আঘাতের চিহ্নের কথা উল্লেখ করেছেন। এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার এসআই আব্দুল মালিকের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, মেয়ের অভিভাবক পক্ষ এখনো মামলা দেয়নি। মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.