,

প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে দীপিকা

সময় ডেস্ক : ‘সেক্সিয়েস্ট এশিয়ান ওম্যান’ জরিপে শীর্ষস্থান পেলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। প্রিয়াঙ্কা চোপড়াকে হটিয়ে তিনিই জিতেছেন এশিয়ার সবচেয়ে যৌন আবেদনময়ী নারীর খেতাব। এ প্রসঙ্গে দীপিকা বলেন, ‘খবরটি আমার মুখে হাসি এনে দিয়েছে নিঃসন্দেহে। তবে একেক মানুষের কাছে যৌন আবেদনের সংজ্ঞা একেকরকম। আমার কাছে এটা শুধু শারীরিক ক্ষেত্রে সীমাবদ্ধ নয়। আমি মনে করি, নিজেকে নিয়ে স্বাচ্ছন্দ্যবোধ করা, আত্মবিশ্বাস ও সারল্য ধরে রাখা এবং অন্যদের মধ্যে দুর্বলতা তৈরি করতে পারার মধ্য দিয়ে একজন নারী যৌন আবেদনময়ী হয়ে ওঠেন। জরিপটি পরিচালনা করেছে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক সংবাদপত্র ইস্টার্ন আই। তারা জানিয়েছে, বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের ভোট গেছে দীপিকার পক্ষে।


     এই বিভাগের আরো খবর