,

রিকশা চালক টেনু মিয়ার মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-লাখাই সড়কে টমটম ও সিএনজি অটোরিকশা চালকদের সংঘর্ষে আহত রিকশা চালক টেনু মিয়া (৪৫) এর মৃত্যু হয়েছে। গত শুক্রবার আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। টেনু মিয়া সদর উপজেলার বামকান্দি গ্রামের সিরাজ মিয়ার পুত্র। জানা যায়, গত শুক্রবার বামকান্দি থেকে একটি টমটম যাত্রী নিয়ে হবিগঞ্জ আসার পথে রিচি ব্রীজের নিকট পৌছলে একটি সিএনজি অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। এতে টমটমটি দুমড়ে মুচড়ে যায় এবং ৫ যাত্রী আহত হয়। গুরুতর আহত অবস্থায় টেনু মিয়াকে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে এবং পরে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।


     এই বিভাগের আরো খবর